স্যামসাং ফোনে ডিএসএলআর ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ January 24, 2018 1,394
স্যামসাং ফোনে ডিএসএলআর ক্যামেরা

স্মার্টফোনে বেশি রেজুলেশন সমৃদ্ধ ক্যামেরা বাজারে হরহামেশাই মিলছে। কিন্তু ফোনের ডিএসএলআর ক্যামেরার মত লেন্স কখনো দেখেছেন? এমনই একটি ফোন স্যামসাং গ্যালাক্সি ক্যামেরা জিসি১০০।


ফোনটি প্রথম বাজারে আসে ২০১২ সালের নভেম্বরে। নতুন করে ফোনটি আলোচনায় এসেছে।


এটি একাধারে স্মার্টফোন এবং ডিসএলআর ক্যামেরা। ফোনটির ব্যাকপার্টে জুম লেন্স সংযোজন করা হয়েছে। ফোনের বডিতে রয়েছে ক্যামেরার মত শাটার বাটন। এই বাটনের চারপাশে একটি রি ব্যবহার করা হয়েছে। এই রিং ঘুরিয়ে জুম ইন এবং জুম আউট করা যাবে।


স্যামসাংয়ের নতুন এই ফোনটিকে বলা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভারী স্মার্টফোন। চওড়া বডি ও ভারী লেন্সের কারণে এই ফোনের ওজন বেড়ে গেছে অনেকটা। এর ওজন ৩০০ গ্রাম।


আশার কথা হলে এই ফোন আপনার হাতে থাকলে আলাদা করে ডিএসএলআর ক্যামেরা বইতে হবে না। ফোনে দিয়েই তুলতে পারবেন ভালো মানের ছবি। ছবি তোলার কাজ শেষ হলে জুম লুন্স ফোনের বডির মধ্যে গুটিয়ে যাবে। তখন এটাকে দেখতে সাধারণ স্মার্টফোন বলেই মনে হবে।


ফোনটিতে রয়েছে ১৬.৩ বিল্টইন ক্যামেরা। এতে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস ৪৪১২ কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।


১ জিবি র‌্যামের এই ফোনটিতে আছে ৪ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


টু ইন ওয়ান এই ডিভাইসটিতে ৪.৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল।


স্যামসাংয়ের ক্যামেরা ফোনটিতে ৪.১ জেলিবিন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ব্যকআপের জন্য আছে ১৬৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।


ফোনটির মূল্য ৩০৫ ডলার। যা বাংলাদেশি টাকায় মুদ্রায় দাঁড়ায় ২৫ হাজার ৩৭৩ টাকা।


প্রতিবেশি দেশ ভারতের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইনে ফরমায়েশ দিয়ে ফোনটি কেনার সুযোগ রয়েছে।