ফোনে ১৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি

মোবাইল ফোন রিভিউ January 24, 2018 1,229
ফোনে ১৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি

এই প্রথম স্মার্টফোনে ব্যবহার করা হলো ১৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। যা পাওয়ার ব্যাংককেও হার মানিয়েছে। ফোনটি আনছে ইউলিফোন নামের একটি প্রতিষ্ঠান। মডেল পাওয়ার থ্রি ম্যাক্স।


এটিই দুনিয়ার প্রথম ১৩০০০ মিলিঅ্যাম্পিয়ার সমৃদ্ধ স্মার্টফোন। এই বছরের মধ্যেই ফোনটি ক্রেতাদের হাতে চলে আসবে।


ইউলিফোনের পাওয়ার থ্রি ম্যাক্সে থাকছে ৬ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফুল এইচডি ডিসপ্লের এই ফোনটির রেজুলেশন ২১৬০x১০৮০ পিক্সেল।


ফোনটিতে হেলিও পি২৩ অক্টাকোর চিপসেট ব্যবহার করা হবে। এতে ৬ জিবি র‌্যাম থাকছে। স্টোরেজের জন্য রয়েছে ৬৫ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


পাওয়ার ম্যাক্স থ্রিতে ২০ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে। সেলফির জন্য রয়েছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।


দুর্দান্ত কনফিগারেশনের এই ফোনটিত অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে।


এতে কানেকটিভিটির জন্য রয়েছে ফোরজি, ব্লুটুথ, ওয়াইফাই, ফেসবআইডি ইত্যাদি। ফোনটির প্রত্যাশিত মূল্য ৩১২ ডলার।