জাহান্নামবাসী কি কখনো জান্নাতে যেতে পারবেন?

ইসলামিক শিক্ষা January 20, 2018 3,581
জাহান্নামবাসী কি কখনো জান্নাতে যেতে পারবেন?

প্রশ্ন : মানুষ তো মৃত্যুর পরে জান্নাত বা জাহান্নামে যাবে। হুজুররা বলেন, কিছু মানুষ জাহান্নাম থেকে আবার জান্নাতে আসবে। আমার প্রশ্ন হচ্ছে, যারা জাহান্নামে যাবে তারা কি জান্নাতে আসবে, নাকি যারা জাহান্নামে আছে তারা জাহান্নামেই থাকবে?


উত্তর : আল্লাহ সুবহানাহু তায়ালা যাদের ক্ষমা করবেন অথবা যাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে, তাদের একদল জাহান্নাম থেকে জান্নাতে আসবে। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে।


সুতরাং, জাহান্নাম থেকে জান্নাতে আসার সুযোগ আছে, আসতে পারবেন। সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন