কম দামে নতুন ফোন এনেছে আসুস

মোবাইল ফোন রিভিউ January 19, 2018 1,640
কম দামে নতুন ফোন এনেছে আসুস

তাইওয়ানের জনপ্রিয় প্রযু্ক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস নতুন ফোন আনলো। নতুন এই জেনফোনের মডেল ম্যাক্স প্লাস। ফোনটি সর্বপ্রথম রাশিয়ার বাজারে অবমুক্ত করা হয়।


আসুস জানিয়েছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম ভার্সনে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন ফেব্রুয়ারিতে বিক্রি শুরু করবে। ফোনটির দাম হবে ২২৯ মার্কিন ডলার।


ব্ল্যাক ও সিলভার এই দুটি রঙে পাওয়া যাবে জেনফোন ম্যাক্স প্লাস। আসুস জেনফোন ম্যাক্স সিরিজের ৫ মিলিয়ন ফোন বিক্রি করেছে। সেই সিরিজেই এবার নতুনফোন জেনফোন ম্যাক্স প্লাস বাজারে আনলো।


আসুসের নতুন এই ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ফুল এইচডি প্লাস ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।


ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৫০টি চিপসেট। ফোনটি ২ ও ৩ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। ফোনের মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


আসুসের নতুন এই ফোনে রয়েছে রিয়ার ডুয়াল ক্যামেরা সেট-আপ। এই ডুয়াল সেট-আপে রয়েছে ১৬ মেগাপিক্সেলের পিডিএএফ এফ২/২.০ অ্যাপারচার সমৃদ্ধ প্রাইমারি ক্যামেরা।


সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি, ব্লুটুথ, ওয়াইফাই এবং মাইক্রোইউএসবি।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ফোনটিতে ৪১৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারে এছাড়াও আছে বিশেষ পাওয়ার সেভিং আসুস পাওয়ার মাস্টার ফিচার।