বল্টুর কুকুর চুুরি

স্বামী-স্ত্রী কৌতুক January 19, 2018 3,569
বল্টুর কুকুর চুুরি

বল্টু মাতাল বন্ধুদের সাথে পিকনিক করার জন্য নিজ বাড়ি থেকেই কালো রঙের ছাগল চুরি করল। সেটা রান্না করে রাতভর খুব আনন্দে পার্টি করলো। খুব মজা করে খাওয়া দাওয়া।


সকালে যখন বাড়িতে ফিরল দেখল ছাগলটা জীবিত। বাড়ির উঠোনেই বাঁধা আছে!!!


বল্টু অবাক হয়ে তার বউয়ের দিকে তাকালো!


বউকে জিজ্ঞেস করল: ওই, ছাগল আইলো কই থিকা ?


বউ: আরে রাখ তোমার ছাগল। আগে কও, কাল রাইতে তুমি চোরের মত আমাগো কালা কুকুরটারে লইয়া কই গেছিলা? আর কুকুরটা কই?