জিওনির চার ক্যামেরার ফোন বাজারে

মোবাইল ফোন রিভিউ January 17, 2018 1,346
জিওনির চার ক্যামেরার ফোন বাজারে

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি চার ক্যামেরার ফোন বাজারে আনলো। ফোনটির মডেল জিওনি এস ওয়ান ওয়ান। এই ফোনের সামনে ও পিছনে দুই দিকেই থাকবে ডুয়াল ক্যামেরা সেট-আপ।


ইতিমধ্যেই চারটি ক্যামেরার ফোন লঞ্চ করেছে হনর। এবার সেই পথে পা মেলাতে চলেছে আর এক চীনা স্মার্টফোন ব্র্যান্ড জিওনি।


নতুন জিওনি এস ওয়ান ওয়ান ফোনটিতে রয়েছে ডুয়াল ফ্রন্ট ও ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটি হবে মিডরেঞ্চের। এতে রয়েছে গ্লাস বডি, সাথে ডিসপ্লের চারদিকে আছে পাতলা বেজেল।


৫.৯৯ ইঞ্চি ডিসপ্লের এই ডিসপ্লের রেজুলেশন ফুল এইচডি।ফোনের ভেতরে রয়েছে মিডিয়াটেক হেলিও পি২৩। এতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। মেমোরি আছে ৬৪ জিবি।


ফোনের মূল আকর্ষণ অবশ্যই ফোনের ক্যামেরা। জিওনি এস ওয়ান ওয়ান এর সামনে রয়েছে ১৬ ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা।


ফোনের পিছনে রয়েছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সাথে রয়েছে এলইডি ফ্লাশ। ফোনের ব্যাটারি ৩৪১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। আর অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড নুগাট।


কানেকটিভিটির জন্য রয়েছে ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ডুয়েল সিম, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।