একটা আয়নাও নাই

শিক্ষক-ছাত্র কৌতুক January 14, 2018 2,246
একটা আয়নাও নাই

শিক্ষক : বল দুনিয়ার সবচেয়ে গরিব কে?


মন্টু : স্যার নিশ্চিত কইরা কইতে পারি না, তবে...


শিক্ষক : অনিশ্চিতটাই বল দেখি!


মন্টু : স্যার, যারা ফেসবুকে নিজের ছবি দিয়া কয়, পিকটা কেমন হলো বলুন দেখি?


শিক্ষক : এরা গরিব হয় কিভাবে?


মন্টু : কারণ, তাদের ঘরে একটা আয়নাও নাই...