পাপ্পুর সৃজনশীল বুদ্ধি

শিক্ষক-ছাত্র কৌতুক January 14, 2018 2,675
পাপ্পুর সৃজনশীল বুদ্ধি

ম্যাডাম পড়া নিচ্ছেন ...


ম্যাডামঃ বলোতো পাপ্পু মা ইংরেজি যদি Mum হয়, তাহলে মায়ের বোন মানে খালামণি ইংরেজী কি?


পাপ্পুঃ ম্যাডাম, বড় খালামণি নাকি ছোট খালামণি?


ম্যাডামঃ দুইটার তো একই ইংরেজি, তাইনা?


পাপ্পুঃ না ম্যাডাম, এক হয় কি করে? মা যদি Mum হয় তবে বড় খালামণি হলো Maximum আর ছোট খালামণি হলো Minimum.