এটা কী ধরনের বাক্য

শিক্ষক-ছাত্র কৌতুক January 13, 2018 2,198
এটা কী ধরনের বাক্য

শিক্ষক ও ছাত্রের মাঝে কথোপকথন. . .


শিক্ষক : এই পঁচা, দাঁড়া। আমি যা জিজ্ঞেস করবো ঠিকমতো উত্তর দিবি। বল ‘আজ ভীষণ শীত পড়েছে’ এটা কী ধরনের বাক্য?


পঁচা : এটা হুহু কাঁপাকাঁপিমূলক বাক্য, স্যার।


শিক্ষক : অ্যাঁ! কি বললি হতচ্ছাড়া?


পঁচা : এটা রাগ রাগ মূলক বাক্য, স্যার।


শিক্ষক : চাবকে তোর পিঠের ছাল ছাড়িয়ে দেবো।


পঁচা : এটা অত্যাচার মূলক বাক্য, স্যার।


শিক্ষক : চুপ। একদম চুপ! নয়তো......


পঁচা : এটা বাক্ স্বাধীনতা হরণকারী বাক্য, স্যার।


শিক্ষক : আরে এটা তো দেখছি আমার মাথাটাই খারাপ করে দেবে। আমাকে তো শেষ পর্যন্ত পাগলা গারদে যেতে হবে।


পঁচা : এটা খুবই আনন্দদায়ক বাক্য, স্যার।


শিক্ষক : (রাগে কাঁপতে কাঁপতে) তোকে আমি খুন করবো।


পঁচা : এটা উগ্রপন্থী মূলক বাক্য, স্যার।


শিক্ষক : এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে দৃর হয়ে যা! বেরিয়ে যা ক্লাস থেকে।


পঁচা : এটা অসভ্যতা মূলক বাক্য, স্যার।


শিক্ষক : হে ভগবান, কোনদিকে যাবো আমি?


পঁচা : এটা অন্ধকারে পথ হাতড়ানো মূলক বাক্য, স্যার।


শিক্ষক : দূর! আমিই ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি।


পঁচা : এটা অনেক ছাত্রেরই চাহিদা মূলক বাক্য, স্যার।