ঈদে বা জুমার নামাজ একা পড়া যায় কি?

ইসলামিক শিক্ষা January 9, 2018 2,359
ঈদে বা জুমার নামাজ একা পড়া যায় কি?

প্রশ্ন : ঈদের নামাজে ও জুমার নামাজে যদি কেউ এক রাকাত পায়, বাকি এক রাকাত কি সে একা একা পড়তে পারে?


উত্তর : ঈদের নামাজ বা জুমার নামাজ যদি কেউ এক রাকাত পেয়ে থাকেন, তাহলে তিনি আর এক রাকাত একাকী শেষ করবেন। এভাবে নামাজ শেষ করা তাঁর জন্য জায়েজ রয়েছে। এটি অধিকাংশ ওলামায়ে কেরামের ফতোয়া।


অতিরিক্ত যে তাকবিরগুলো রয়েছে বা দ্বিতীয় রাকাতের যে তাকবিরগুলো রয়েছে, সেগুলো আপনি একাকী আদায় করবেন। সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন