

প্রশ্ন : ধূমপান করলে কি অজু নষ্ট হয়?
উত্তর : এই ভাইয়ের আসলে ধূমপান করা জায়েজ কি না, এই উত্তর জানার পর এই প্রশ্নে আসা উচিত ছিল। ধূমপান করা হারাম কাজ।
এই হারাম কাজে নিজেকে লিপ্ত করবেন না, সতর্ক হয়ে যান, এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হচ্ছে, ধূমপান করলে অজু নষ্ট হয় না।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন









