থ্রিজির পর এবার ৪জি সংস্করণেও বাজারে আসছে নোকিয়া ৩৩১০। চীনের টেলিযোগাযোগ সার্টিফিকেশন কর্তৃপক্ষ টীনার ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
একসময়ের সাড়া জাগানো ফিচার ফোন মডেল ৩৩১০ এর আদলে এ বছরের ফেব্রুয়ারিতে নতুন করে ফোনটি বাজারে আনে নোকিয়া। নোকিয়া ৩৩১০ নামেই ফোনটি বাজারে আনা হয়। এ বছরের সেপ্টেম্বরে ফোনটির থ্রিজি ভ্যারিয়েন্ট বাজারে আনে নোকিয়া।
টীনার ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নতুন সংস্করণটি টিডি-এলটিই, টিডি-এসসিডিএমএ এবং জিএসএম নেটওয়ার্ক সমর্থন করবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ভিত্তিক জুন ওএস যা তৈরি করেছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা।
৪জি এবং অপারেটিং সিস্টেম ছাড়া ফোনটির অন্যান্য ফিচারে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। থাকতে পারে ২.৪ ইঞ্চি ডিসপ্লে, ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৬৪ গিগাবাইট বিল্ট-ইন মেমোরি এবং ১২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
ধারণা করা হচ্ছে আগামী মাসে ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে নোকিয়া। তবে এর ব্যতিক্রম হলে আগামী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকেও ফোনটির ঘোষণা দেওয়া হতে পারে।