৬ জিবি র্যামের শক্তিশালী কনফিগারেশনের একটি ফোন আনছে তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। ফোনটির মডেল এইচটিসি ওশেন হারমোনি। এই ফোন ২০১৮ সালে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেট্রোনিক্স শোতে প্রদর্শন করা হবে। এই ফোনটিতে ভালো মানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
এইচটিসির নতুন এই ফ্লাগশিপ ফোনটিতে ৫.৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল।
অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৩৯৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
দুইটি ভার্সনে এইচটিসির নতুন এই ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। অন্য ভার্সনটি পাওয়া যাবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমে। উভয় ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ছবির জন্য ওশেন হারমোনিতে থাকছে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।
এইচটিসির এই ফ্লাগশিপ ফোনটির মূল্য হবে ৫৫০ ডলারের মধ্যে।
(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এজেড)