শিক্ষক: কী নাম তোমার?
ছাত্র: এমপি।
শিক্ষক: মানে কী?
ছাত্র: মদন পাল।
শিক্ষক: তোমার বাবার নাম কী?
ছাত্র: এমপি- মানে মোহন পাল।
শিক্ষক: শিক্ষাগত যোগ্যতা?
ছাত্র: এমপি।
শিক্ষক: এর মানে আবার কী?
ছাত্র: মেট্রিক পাস।
শিক্ষক: কী কারণে চাকরি দরকার?
ছাত্র: এমপি- মানি প্রবেলেম।
শিক্ষক: আপনি এখন আসুন।
ছাত্র: আমার রেজাল্টটা স্যার?
শিক্ষক: এমপি।
ছাত্র: মানে?
শিক্ষক: মেন্টালি পাংচার!