জিওনি আনলো নতুন ফোন। মডেল জিওনি এস টেন লাইট। এর আগে মার্চে চীনের বাজারে জিওনি এস টেন ছেড়েছিল। এবার এই ফোনটির লাইট ভার্সন এলো। এই ফোনটি জিওনির এস টেন সি মডেলের মতই। তবে সামান্য কিছু পার্থক্য আছে।
জিওনি এস টেন লাইটে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.০। এতে সেলফি ফ্লাশ ব্যবহার করা হয়েছে। বিশেষ ফিচার হিসেবে ফোনটিতে আছে হোয়াটসঅ্যাপ ক্লোন ফিচার। এই ফিচারের মাধ্যমে একই সঙ্গে তিনটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস ব্যবহার করা যাবে।
জিওনি এস টেন লাইট ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। মূল্য ১৫ হাজার ৯৯৯ রুপি।
ডুয়েল সিমের এই ফোনটিতে অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে। এতে রয়েছে ৫.২ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৪২৭ চিপসেট এবং ১.৪ গিগাহার্জের প্রসেসর আছে।
৪ জিবি র্যামের এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেলে রিয়ার ক্যামেরা। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.০। ফোনটিতে ৩২ জিবি বিল্টইন মেমোরি আছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।