এবার আসছে ওয়ান প্লাস সিক্স

মোবাইল ফোন রিভিউ December 25, 2017 1,231
এবার আসছে ওয়ান প্লাস সিক্স

চীনের হ্যান্ডসেট কিলার ব্র্যান্ড ওয়ান প্লাস। প্রতিষ্ঠানটি ওয়ান প্লাস ওয়ান নামের হ্যান্ডসেট দিয়ে বাজারে প্রবেশ করে। ওয়ান প্লাসের প্রথম ফোনটিই চীনসহ সারা বিশ্বে সাড়া ফেলে। এরপর বাজারে আসে ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস মিনি, ওয়ান প্লাস থ্রিটি, ওয়ান প্লাস ফাইভ এবং ওয়ান প্লাস ফাইভ টি। এবার বাজারে আসছে ওয়ান সিক্স। এই ফোনটির কনফিগারেশন দূর্দান্ত। এতে ১০ জিবি র‌্যাম ব্যবহার করা হবে।


সম্প্রতি প্রযুক্তির বাজারে গুজব ছড়িয়েছে শিগগিরই বাজারে আসছে ওয়ান প্লাস সিক্স। এতে আন্ডারস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।


চীনের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোর বরাত দিয়ে জানা গেছে, ২০১৮ সালের মার্চে ওয়ান প্লাস সিক্স আত্ম প্রকাশ করবে।


২০১৮ সালে কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে ওয়ান প্লাস প্রদর্শন করা হবে জানা গেছে।


(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এজেড)