হলুদের আইস কিউব: টানটান হবে ত্বক

রূপচর্চা/বিউটি-টিপস December 19, 2017 1,209
হলুদের আইস কিউব: টানটান হবে ত্বক

সুন্দর ও দাগহীন ত্বকের জন্য হলুদের আইস কিউব ব্যবহার করতে পারেন। এটি ত্বকের রুক্ষতা দূর করে ও ত্বক টানটান রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক জৌলুস। লোমকূপ পরিষ্কার রাখতেও এই বরফের জুড়ি নেই।


যেভাবে হলুদের আইস কিউব তৈরি ও ব্যবহার করবেন


- একটি পাত্রে আধা কাপ ফ্রেশ অ্যালোভেরা জেল নিন।


- আধা কাপ পানি মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন।


- ১ চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে ভালো করে নেড়ে নিন যেন হলুদ দলা হয়ে না থাকে।


- বরফের ট্রেতে দ্রবণ ঢেলে ডিপ ফ্রিজে রাখুন সারারাত।


- পরদিন পরিষ্কার ত্বকে বরফ ঘষে নিন। পাতলা কাপড়ে জড়িয়ে ব্যবহার করতে পারেন বরফ।


- বরফ গলে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।


- প্রতিদিন ব্যবহার করুন হলুদ-অ্যালোভেরার আইস কিউব।