সাধারণ জ্ঞানের আসর ১৪৬তম পর্ব

সাধারণ জ্ঞান December 12, 2017 2,522
সাধারণ জ্ঞানের আসর ১৪৬তম পর্ব

১। সম্প্রতি আফ্রিকার কোন দেশে বিদ্রোহীদের হামলায় বাংলাদেশি তিনজন শান্তিরক্ষী নিহত হন?


(ক) মালি (খ) লাইবেরিয়া (গ) বেনিন।


(ঘ) উগান্ডা

২। শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালা কোথায় অবস্থিত?


(ক) জামালপুর (খ) কিশোরগঞ্জ (গ) ময়মনসিংহ (ঘ) টাঙ্গাইল


৩। বাংলাদেশ ক্রিকেট দল কবে টেস্ট স্ট্যাটাস লাভ করে?


(ক) ২৬ মার্চ, ২০০০ (খ) ২৬ জুন, ২০০০ (গ) ৯ আগস্ট, ২০০০ (ঘ) ১২ জুন, ২০০০


৪। সম্প্রতি বাংলাদেশের কোন পণ্য ভৌগোলিক নির্দেশক (এও) হিসেবে স্বীকৃতি পায়?


(ক) ইলিশ (খ) রুই (গ) জামদানি (ঘ) বেনারসি


৫। বাংলাদেশ বিমানের প্রতীক ‘বলাকা’ কে ডিজাইন করেন?


(ক) শাহাবুদ্দীন (খ) কামরুল হাসান (গ) মোস্তফা মনোয়ার (ঘ) এস এম সুলতান


৬। বাংলাদেশের স্মৃতিসৌধের উচ্চতা কত?


(ক) ৪০.৬ মিটার (খ) ৪২.৫ মিটার (গ) ৪৫.৬ মিটার (ঘ) ৪৬.৫ মিটার


৭। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো :


(ক) ৪টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৬টি


৮। সম্প্রতি কোন বাংলাদেশি নাগরিক আঞ্চলিক সংস্থা বিমসটেকের (BIMSTEC) দ্বিতীয় মহাসচিব নির্বাচিত হয়েছেন?


(ক) ইমাম হাসান (খ) আবুল বরকত (গ) এম শহীদুল ইসলাম (ঘ) আইনুন নিশাত


৯। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?


(ক) ১৩৪তম (খ) ১৩৫তম (গ) ১৩৬তম (ঘ) ১৩৭তম


১০।


কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র?

(ক) তিতাস (খ) বিবিয়ানা (গ) ছাতক (ঘ) বাখরাবাদ


উত্তর


১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. গ ১০. ক।