মুখের দিকে তাকায়া ছিলাম

শিক্ষক-ছাত্র কৌতুক December 12, 2017 1,854
মুখের দিকে তাকায়া ছিলাম

শিক্ষক: মন্টু, ক্লাসে আইসা খালি ঘুমাস? ফাঁকিবাজ কোথাকার!


মন্টু: না স্যার! আমি ঘুমাইলাম কই!


শিক্ষক: ঘুমাস নাই! ঠিক আছে। বান্দরের ইংরেজি কি বল!


মন্টু: মাঙ্কি, স্যার!


শিক্ষক: আমার সামনে নকলবাজি হচ্ছে? বই দেখে উত্তর দিচ্ছিস!


মন্টু: সত্যি কইরা কইতাছি স্যার, বই দেখি নাই। আমি তো আপনার মুখের দিকে তাকায়া ছিলাম। তাই দেইখাই উত্তর দিছি!


শিক্ষক জ্ঞান হারালেন।