আকাশের চাঁদটা এনে দাও

প্রেমিক-প্রেমিকা কৌতুক December 8, 2017 2,431
আকাশের চাঁদটা এনে দাও

মেয়ে : তুমি আমাকে ভালোবাসো?


পল্টু : অনেক ভালোবাসি।


মেয়ে : তুমি আমার জন্য কী করতে পারো?


পল্টু : তোমার জন্য আমি সবকিছু করতে পারি।


মেয়ে : তাহলে আমাকে আকাশের চাঁদটা এনে দাও।


পল্টু : ঈদ কি তোর বাপের মুখ দেইখা করুম?