এক ব্যাক্তি গরু হারিয়ে গেছে।তাই সে বনে গরু খোঁজছে।এক সময় সে চিন্তা করলো গাছের উপরে উঠে উকি দিয়ে দেখি, গরুটি কোথায়?
যথারীতি সে গাছে উঠে,,,,তারপর খোঁজতে শুরু করে।এমন সময় গাছের নিছে এক প্রেমিক তার প্রেমিকাকে বলছে,,, জান আমি তোমার চখের দিকে তাকিয়ে পৃথিবীর সব কিছু দেখতে পারি,,,তখন গাছে থাকা লোকটি সেই প্রমিককে বলছে ভাই ভাই ওই মেয়েটির চখের দিকে তাকিয়ে বলে দিন প্লিস,আমার গরুটা কোথায়???