যদি খুঁজে না পাই?

প্রেমিক-প্রেমিকা কৌতুক March 13, 2018 4,022
যদি খুঁজে না পাই?

প্রেমিকা : চলো, আমরা লুকোচুরি খেলা খেলি।


প্রেমিক : এ আবার কেমন খেলা?


প্রেমিকা : তুমি যদি আমায় খুঁজে পাও, তাহলে তুমি আমাকে নিয়ে শপিংয়ে যাবে!


প্রেমিক : আর যদি খুঁজে না পাই?


প্রেমিকা : এমন কথা বলো না জান। আমি তো ওই বেডরুমের দরজাটার পেছনে লুকাবো!