সাধারণ জ্ঞানের আসর ১৪৪তম পর্ব

সাধারণ জ্ঞান December 7, 2017 2,372
সাধারণ জ্ঞানের আসর ১৪৪তম পর্ব

প্রযুক্তি (আইসিটি)


১। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কোনটি?


ক. উইন্ডোজ


খ. লিনাক্স


গ. ডস


ঘ. সবগুলো


২।


ইনপুট ডিভাইস কোনটি?

ক. স্ক্যানার খ. মনিটর


গ. প্রিন্টার ঘ. প্রজেক্টর


৩। তথ্য-উপাত্ত সাময়িকভাবে জমা থাকে—


ক. ডিভিডি রমে


খ. র‌্যামে


গ. পেনড্রাইভে


ঘ. হার্ড ডিস্কে


৪। বিশ্বের কোনো প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তেই কোনো তথ্য, ছবি বা ফাইল পাঠাতে হলে কী লাগবে?


ক. ইন্টারনেট


খ. রেডিও


গ. জিপিএস


ঘ. কেবল


৫। কোনো লেখা বা ছবি ছাপাতে হলে কী লাগবে?


ক. প্লটার


খ. প্রিন্টার


গ. মাইক্রোফোন


ঘ. স্পিকার


সাধারণ জ্ঞান


১। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?


(ক) বরিশাল (খ) চট্টগ্রাম


(গ) খুলনা (ঘ) রাজশাহী


২। বাংলাদেশের মোট গ্যাসক্ষেত্রের সংখ্যা কতটি?


(ক) ২৫ (খ) ২৬


(গ) ২৭ (ঘ) ২৮


৩। বাংলাদেশ সর্বশেষ কোন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?


(ক) স্যান ম্যারিনো


(খ) ইউক্রেন


(গ) সার্বিয়া


(ঘ) বেলারুশ


৪। জাতীয় গণহত্যা দিবস কত তারিখে পালন করা হয়?


(ক) ২৬ মার্চ (খ) ৭ মার্চ


(গ) ১৭ মার্চ (ঘ) ২৫ মার্চ


৫। বাংলা একাডেমি প্রবর্তিত ২০১৭ সালের প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?


(ক) মুহম্মদ জাফর ইকবাল


(খ) অধ্যাপক হায়াৎ মামুদ


(গ) কবি নির্মলেন্দু গুণ


(ঘ) কবি আল মাহমুদ


৬।


সাজেক ভ্যালি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

(ক) খাগড়াছড়ি


(খ) রাঙামাটি


(গ) চট্টগ্রাম (ঘ) বান্দরবান


৭। ‘চর্যাপদ’ ইংরেজিতে অনুবাদ করেন—


(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ (খ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়


(গ) হাসনা জসীমউদ্দীন মওদুদ


(ঘ) সুকুমার সেন


উত্তর মিলিয়ে নাও


আইসিটি : ১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. খ।


সাধারণ জ্ঞান : ১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. খ ৭. গ