কবর প্রতিনিয়ত উচ্চঃস্বরে দশটি বাক্য ঘোষণা করে

ইসলামিক শিক্ষা December 5, 2017 3,247
কবর প্রতিনিয়ত উচ্চঃস্বরে দশটি বাক্য ঘোষণা করে

♥♥হাদিস শরিফে বর্ণিত আছে,যে কবর প্রতিনিয়ত তিনবার ডেকে বলেঃহে আল্লাহর বান্দা আমি নির্জন নিবাস,আমি অন্ধকারলয় এবং আমি পোঁকামাকড়েরর আবাস্থল।সুতরাং হে আল্লাহ পাকের বান্দা আমার অভ্যন্তরে সুখে দিনযাপন করার জন্য কিছু সন্চয় করেছ কি।

♥♥হযরত আনাস(রাঃ) হতে বর্ণিত আছে,যে কবর প্রতিনিয়ত উচ্চঃস্বরে দশটি বাক্য ঘোষণা করে।

♥♥


(১)হে আদম সন্তান আজ আমার পৃষ্ঠদেশে লাফালাফি দৌড়াদৌড়ি করতেছ কিন্তু অতি সত্বরই তোমাকে আমার অভ্যন্তরে প্রবেশ করতে হবে।

(২)আজ আমার পৃষ্ঠে পাপ কাজ করতেছ,কিন্তু আমার অভ্যন্তরে তোমাকে আযাব ভোগ করতে হবে।

(৩)আজ আমার পৃষ্ঠে হাস্য কৌতুক করতেছ,কিন্তু আমার অভ্যন্তরে তোমাকে কান্নাকাটি করতে হবে।

(৪)আজ আমার পৃষ্ঠে হারাম মাল আরামে ভক্ষণ করতেছ,কিন্তু আমার অভ্যন্তরে নিকৃষ্ট পোকামাকড় তোমার নধর দেহ পরমানন্দে ভক্ষণ করবে।

(৫)হে আদম সন্তান তুমি আমার পৃষ্ঠে আনন্দে ও মহা সুখে কালাতিপাত করতেছ,কিন্তু আমার অভ্যন্তরে তোমাকে দুঃখিত ও চিন্তিত অবস্থায় থাকতে হবে।

(৬)আজ আমার পৃষ্ঠে হারাম বস্তু আরামে ভক্ষণ করে দেহ কাঠামো রিষ্ট পুষ্ট করেছ কিন্তু কাল তা আমার অভ্যন্তরে বিগলিত হয়ে যাবে।

(৭)আজ আমার পৃষ্ঠে অহংকার ও গৌরব করতেছ,কিন্তু কাল তোমাকে আমার অভ্যন্তরে লাঞ্ছিত পদদলিত ও অপদস্ত হতে হবে।

(৮)আজ আনন্দে ও উৎফুল্লচিত্তে আমার পৃষ্ঠে সানন্দে বিচরণ করতেছ,কিন্তু কাল তোমাকে আমার অভ্যন্তরে দুশ্চিন্তার মহাসাগরে হাবুডুবু খেতে হবে।

(৯)আজ ভূ-পৃষ্ঠে আলোর বন্যায় বিচরণ করতেছ,কিন্তু অচিরেই আমার অভ্যন্তরে ঘোর অন্ধকারে পড়ে থাকবে।

(১০)আজ আমার পৃষ্ঠে সদলবলে চলাফেরা করতেছ,কিন্তু কাল আমার অভ্যন্তরে তোমাকে নিংসঙ্গে একা পড়ে থাকতে হবে।

♥♥হে আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার পথে চলার তাওফিক দান কর।হে আল্লাহ সত্যি আমরা পাঁপি আমরা গোনাগার আমাদেরকে মাফ করে দাও।হে আল্লাহ আমাদেরকে তোমার আদেশ ও বিশ্বনবীর দেখানো পথ এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান কর।এবং কবরে গিয়ে যেনো শান্তি পাই।আমিন