নকিয়ার ফোনে ৪২ মেগাপিক্সেলের ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ December 4, 2017 1,792
নকিয়ার ফোনে ৪২ মেগাপিক্সেলের ক্যামেরা

এই প্রথম অ্যানড্রয়েড মিউজিক ফোন আনছে নকিয়া। ফোনটির মডেল নকিয়া ১১ এক্সপ্রেস মিউজিক। ফোনটিতে ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে ৪২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে।


ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। এতে ফোরকে ডিসপ্লে সংযোজন করা হয়েছে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করার কথা রয়েছে।


৬ জিবি র‌্যামের এই ফোনটিতে ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


এই ফোনের ক্যামেরাও হবে শক্তিশালী। এতে ৪২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এওবং ১২ মেগাডপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে।


ফোনটির প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ৫৬০ ডলার।