যেভাবে চুল ঝলমলে করে কলা

রূপচর্চা/বিউটি-টিপস November 30, 2017 1,061
যেভাবে চুল ঝলমলে করে কলা

কলায় প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে। পাশাপাশি রয়েছে কার্বোহাইড্রেট ও মিনারেল। এসব পুষ্টিগুণ সমৃদ্ধ কলা চুলের যত্নে অনন্য। চুল প্রাকৃতিকভাবে নরম ও ঝলমলে করে কলা। কলার হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুলের রুক্ষতা ও আগা ফাটা দূর হবে। কলার সঙ্গে মধু মিশিয়ে নিতে পারেন বাড়তি ফল পেতে। মধু ময়েশ্চারাইজ করে চুল।


জেনে নিন কলা ও মধুর হেয়ার প্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন।


- একটি মাঝারি সাইজের কলা কাঁটাচামচের সাহায্যে চটকে নিন।


- ২ টেবিল চামচ মধু মিশিয়ে নেড়ে নিন ভালো করে।


- চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগান হেয়ার প্যাকটি।


- ২ ঘণ্টা অপেক্ষা করুন।


- মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করুন।