কাল রাতের বাসি ভাত

স্বামী-স্ত্রী কৌতুক November 28, 2017 2,961
কাল রাতের বাসি ভাত

এক লোক অনেক কষ্টে তার স্ত্রীকে ইংরেজি শেখানোর চেষ্টা করছে। অনেক দিন শেখানোর পর একদিন তার স্ত্রী তার জন্য দুপুরবেলা খাবার নিয়ে এসে বলল-


স্ত্রী : ডিনার এনেছি। খেয়ে নাও।


লোক : তোমাকে এতদিন ধরে এই ইংরেজি শেখালাম? এখন বলছো ডিনার?


স্ত্রী : তুমি নিজেই কিছু জানো না। এটা কাল রাতের বাসি ভাত।