প্রশ্ন : কুলি করে নাকে পানি দিয়ে সমস্ত শরীর ধুয়ে ফেললেই কি গোসলের অজু হয়ে যাবে?
উত্তর : গোসলের জন্য নির্দিষ্ট কোনো অজু নেই। আমরা স্বাভাবিকভাবেই যে অজু করি, সেভাবেই আপনি অজু করবেন, শুধু পা ধোবেন না। এরপর সমস্ত শরীরে পানি ঢেলে ধুয়ে নেবেন। তাহলেই হয়ে যাবে।
সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''