বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপ্পো, সম্প্রতি দেশের বাজারে অপ্পো এফ৫ স্মার্টফোন নিয়ে আসার পর এবার স্মার্টফোনটির নতুন ভার্সন হিসেবে ৬ জিবি র্যাম সমৃদ্ধ এফ৫ এনেছে।
সেলফি ফোন হিসেবে পরিচিত অপ্পো এফ৫ ৬জিবির ব্ল্যাক এডিশন ৩২,৯৯০ টাকায় পাওয়া যাবে। স্মার্টফোনটির প্রি-অর্ডার আজ থেকে শুরু হয়েছে। দেশের বাজারে পাওয়া যাবে ২ ডিসেম্বর থেকে।
অপ্পো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, ‘সেলফি প্রেমীদের সেরা অভিজ্ঞতা দেয়ার জন্য আমরা অপ্পো এফ৫ ৬জিবি নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, এই ফোনটির উদ্ভাবনী সব ফিচার গ্রাহকদেরকে সর্বোচ্চ আনন্দ দিবে।’
৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম সমৃদ্ধ অপ্পোর এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে উন্নত প্রসেসর। ফোনটির অসাধারণ আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি টেকনোলজি সেলফিকে আরো সুন্দর করে তুলবে।
অপো এফ৫ ৬জিবি’তে আছে ৬.০ ইঞ্চি ফুল এইচডি ও ফুল-স্ক্রিন এবং ১৮.৯ আসপেক্ট রেশিও ডিসপ্লে, যা ব্যবহারকারীকে ফোনের ডিসপ্লে সাইজ বাড়ানো ছাড়াই বেশকিছু ভিজুয়্যাল সুবিধা উপভোগ করার সুবিধা দেবে।