রূপচর্চায় রান্নাঘরের নানা উপকরণই আজকাল ব্যবহার করা হচ্ছে। অনেকেই হয়তো জানেন না আলু দিয়েও ত্বকের যত্ন নেওয়া যায়। শুনেছি আমাদের দাদি-নানিদের সময়েও নাকি রূপচর্চায় আলু ব্যবহার করা হতো।
আলুর ফেসপ্যাক আজকাল বেশ জনপ্রিয়। এই ফেসপ্যাক ত্বকের রং হালকা করে, কালো দাগ দূর করে এবং ত্বকে উজ্জ্বলতা এনে দেয়।
আলু দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ মিশিয়ে ফেসপ্যাক বানানো যায়। আপনিও ট্রাই করে দেখতে পারেন।
- ১ চা চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ টকদই ও ১ চিমটি হলুদ মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
- ১ চা চামচ গ্রেট করা আলুর সঙ্গে ১/২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
- ১ চা চামচ গ্রেট করা আলু, ১ চা চামচ টমেটো পেস্ট ও ১ চা চামচ টকদই ভালো করে মিশিয়ে গলা ও মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।