বন্ধু : দোস্ত, যে মেয়েটার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিলো; তাকে নাকি বিয়ে করবি না? বিয়ে নাকি ভেঙে দিয়েছিস?
পল্টু : হ্যাঁ! কেন?
বন্ধু : মেয়ে দেখতে শুনতে খারাপ?
পল্টু : নাহ! মেয়ে হুর-পরী লেভেলের সুন্দরী।
বন্ধু : তাহলে বিয়ে করবি না কেন? মেয়ের চরিত্র খারাপ?
পল্টু : নাহ! মেয়ের চরিত্র খুবই ভালো। মেয়ে কখনো প্রেম-ট্রেম করে নাই।
বন্ধু : তাহলে সমস্যাটা কী? মেয়ে কি মুডি টাইপ? কথাবার্তা বলে না এমন? অসামাজিক টাইপের?
পল্টু : আরে না। মেয়ে মুডি না। কথাবার্তা সুন্দর করে বলে।
বন্ধু : তাহলে সমস্যাটা কী? মেয়ে কি অতিরিক্ত মডার্ন? ছোটখাটো জামা-কাপড় পরে ঘুরে বেড়ায়?
পল্টু : কী যে বলিস! মেয়ে অতিরিক্ত মডার্ন না। সবকিছু ভালো!
বন্ধু : প্লিজ, বলবি তাহলে কেনো বিয়ে করলি না?
পল্টু : আরে দোস্ত, ওই সব কোনো সমস্যা না, সমস্যা হলো- মেয়ে স্টার জলসা দেখে!