আসছে জিয়াওমি রেডমি নোট ৫, দাম কমবে আগেরটার

মোবাইল ফোন রিভিউ November 22, 2017 1,473
আসছে জিয়াওমি রেডমি নোট ৫, দাম কমবে আগেরটার

জিয়াওমি'র রেডমি নোট ৪ এর কথা নতুন করে বলার প্রয়োজন নেই। তবে এর বিপুল জনপ্রিয়তা আর গুণগতমানে বিন্দুমাত্র চিড় ধরাতে নারাজ নির্মাতা।


এ কারণেই আসছে রেডমি নোট ৫ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আশাবাদ আরও বেশি। অবশ্য আত্মবিশ্বাসী জিয়াওমি। এবারও রেডমি নোট সিরিজের নতুন ফোনটি দিয়ে সবাইকে চমকে গেছে তারা।


ইতিমধ্যে বেশ কিছু তথ্য ছড়িয়ে পড়েছে। এটি এমআইইউআই ৯ ভিত্তিক অ্যান্ড্রয়েড ৭.১ অপারেটিং নিয়ে আসবে। পর্দাটি ৫.৯৯ ইঞ্চি। আরেকটি তথ্য শক্তভাবে ছড়িয়েছে যে, ১০৮০x২১৬০ পিক্সেলের পর্দাটি অনুপাত হবে ১৮:৯।


স্ন্যাপাড্রাগন ৬২৫ প্রসেসর দেওয়া হচ্ছে। ৩২ জিবি স্টোরেজের সঙ্গে ৩ জিবি র‍্যাম আর ৬৪ জিবি স্টোরেজের সঙ্গে ৪ জিবি র‍্যাম আছে।


সামনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের। আর পেছনেরটি ১২ মেগাপিক্সেল। ব্যাটারি তো থাকছেই ৪০০০এমএইইচ।


আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে চলে আসবে বলে মনে করছে অপ্পোমার্ট লিস্টিং। এ তথ্য প্রথম নজরে আনে দ্য লিকার।


নতুনের আগমন উপলক্ষে ইতিমধ্যে আগের রেডমি ৪ এর দাম কমানোর ঘোষণাও দিয়েছে জিয়াওমি। তে তা কবে নাগাদ কীভাবে কার্যকর হবে সে সম্পকে ধারণা দেওয়া হয়নি।


সূত্র : গেজেটস