লেনোভোর সাশ্রয়ী দামের ট্যাব

মোবাইল ফোন রিভিউ November 21, 2017 1,133
লেনোভোর সাশ্রয়ী দামের ট্যাব

সাশ্রয়ী দামের একটি ট্যাব আনলো চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। এটি লেনোভো ট্যাব সেভেন।


ট্যাবটিতে আছে সাত ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৭২০ পিক্সেল। এতে মিডিয়াটেক এমটি৮১৬১ চিপসেট ব্যবহার করা হয়েছে। কোয়াডকোর সিপিইউর সঙ্গে আছে গ্রাফিক্স প্রসেসিং ইউনটি।


লোনোভোর নতুন ট্যাবটিতে ১ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ১৬ জিবি রম রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।


অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ট্যাব সেভেনে আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।


আন্তর্জাতিক বাজারে ট্যাবটির মূল্য মাত্র ৯৯.৯৯ ডলার।