প্রশ্ন : যদি কোনো মেয়ের বিয়ের জন্য যৌতুক দিতে হয়, সে ক্ষেত্রে ইসলাম এটাকে সম্মতি দেয় কি?
উত্তর : যৌতুক যিনি গ্রহণ করবেন, এটি তাঁর জন্য হারাম। কিন্তু যিনি বাধ্য হয়ে যৌতুক দেবেন, এটা তাঁর জন্য হারাম নয়। বরং এক্ষেত্রে সাহায্য-সহযোগিতা করা জায়েজ, আপনি সাহায্য করতে পারবেন। যিনি যৌতুক নেবেন, তিনি শুধু গুনাহগার হবেন।
সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''