একসময়ের জনপ্রিয় ব্র্যান্ড অ্যালকাটেলের হ্যান্ডসেট ব্যবসা মন্দা যাচ্ছে। প্রতিষ্ঠানটি চাইছে ঘুরে দাঁড়াতে। আর তাইতো নতুন নতুন ফোন বাজারে ছেড়ে চাঙ্গা হতে চাইছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় আগামী বছর অ্যালকাটেলের নতুন ছয়টি ফোন আসছে। সম্প্রতি এসব তথ্য ফাঁস করেছে ইভান ব্লাস।
ফাঁস হওয়া তথ্য মতে, অ্যালকাটেলের নতুন ছয়টি মডেল হলো-অ্যালকাটেল ফাইভ, থ্রিভি, থ্রিএক্স, থ্রি, থ্রিসি এবং ওয়ানএক্স। এরমধ্যে অ্যালকাটেল ফাইভ হবে ফ্লাগশিপ ঘরানার। এটি হবে বেজেললেস ডিসপ্লে ডিজাইনে তৈরি। মেটাল বডির এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এতে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সংযোজন করা হবে।
অন্যদিকে থ্রিভি, থ্রিএক্স, থ্রি মডেলের ফোন তিনটি গ্লাস কিংবা প্লাস্টিক বডিতে তৈরি হবে। এর মধ্যে থ্রিভি এবং থ্রিএক্স-এ ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে। থ্রিভিতে থাকবে ওয়াইডার স্ক্রিন। এর স্ক্রিন টু বডি রেশিও ১৮:৯ ।
ছয়টি মডেলের মধ্যে থ্রিসি এবং ওয়ান সাশ্রয়ী দামের। যদিও থ্রিসিতে থাকছে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
২০১৮ সালের মধ্যেই এই ছয়টি ফোন বাজারে আসবে।