হুয়াউই এর একটি জনপ্রিয় সাব ব্র্যান্ড অনার। ভি১০ মডেল ফ্ল্যাগশিপ হয়ে আসছে এ ব্র্যান্ডের। আনার উইবো অ্যাকাউন্টে একটি টিজারও প্রকাশ পেয়েছে। চীনের বাজারে এ মাসের ২৮ তারিখে ছাড়া হবে ফোনটি।
টিজারেই বলা হয়েছে, ভি১০ স্মার্টফোনে থাকবে ডুয়াল ক্যামেরা। ব্যবহারকারীর পাশে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এ বিষয়টি এ বছরের প্রথমদিকে মেট ১০ প্রো এর মাধ্যমে যাত্রা শুরু করেছে।
আসছে অনার ভি১০-এ থাকবে অ্যান্ড্রয়েড ৮.০ অরিও ভিত্তিক ইএমইউআই ৮.০। ব্যাটারি বেশ শক্তিশালী, ৪০০০এমএএইচ। দ্রুত চার্জিং প্রযুক্তি থাকছে।
চীনের বাজারে আসার এক সপ্তাহ পরই ইউরোপের বাজারে আসবে। ডিসেম্বরে লন্ডনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন থাকবে।
৬ ইঞ্চি পর্দার চারদিকে খুব একটা ফ্রেম থাকবে না। ডিসপ্লে হবে ১৮:৯। কিরিন ৯৭০ চিপসেট এবং ৮ জিবি র্যাম দেওয়া হয়েছে। পেছনে ১৬ এবং ২০ মেগাপিক্সেল সেন্সরের দুটো ক্যামেরা রয়েছে। অর্থাৎ, ক্যামেরার স্পেশালিস্ট হবে ফোনটি।
বেশ কয়েকটি গুজব বলছে, চীনের বাজারে এর দাম হবে ৩০০০ চাইনিজ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৮ হাজার টাকা হবে।
সূত্র : এনডিটিভি