বড় ডিসপ্লের ফোনে শক্তিশালী ব্যাটারি

মোবাইল ফোন রিভিউ November 18, 2017 935
বড় ডিসপ্লের ফোনে শক্তিশালী ব্যাটারি

এ মাসেই বাজারে আসছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনির শক্তিশালী ব্যাটারি ফোন। এই ফোনটির মডেল ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। বড় ডিসপ্লের এই ফোনটি ইনফিনিটি ডিসপ্লে ডিজাইনে তৈরি।


ফোনটিতে আছে ৬ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x৭২০ পিক্সেল।


অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে জিওনির নিজস্ব ইউজার ইন্টারফেস অ্যামিগো ৫.০ কাস্টম স্ক্রিন রয়েছে।


ভারতের বাজারে ১৬ হাজার ৯৯৯ রুপিতে ফোনটি পাওয়া যাবে ২৫ হাজার রুপিতে।