বাজারে আসছে Samsung এর নয়া ফোন ‘Galaxy S-9 mini’

মোবাইল ফোন রিভিউ November 17, 2017 1,581
বাজারে আসছে Samsung এর নয়া ফোন ‘Galaxy S-9 mini’

গত বছর অর্থাৎ ২০১৬ সাল Samsung এর জন্যে খুব একটা ভালো ছিল না। তবে এবছরের শুরু থেকে Samsung একের পর ধামাকা ফোন বাজারে নিয়ে আসছে। যা ইউজারদের মধ্যে পুরনো চাহিদা ফিরিয়ে আনছে। এবার এই সংস্থা নিয়ে আসছে চার ইঞ্চি স্ক্রিনের ‘Samsung galaxy S-9 mini’। ২০১৮ সালের মার্চ মাস নাগাদ ফোনটি দোকানে পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।


Samsung এর তরফ থেকে জানা গিয়েছে, Galaxy S-9 mini ফোনে থাকছে এজ-টু-এজ স্ক্রিন। গ্যালাক্সি এস ৯ বা ৯+ এর বিশেষত্ব এই ফোনে না থাকতে পারে। তবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, Galaxy S-7 ও Galaxy S-8 বাজারে ছাড়ার সময় এদের মিনি ভার্সন আসবে বলে বাজারে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এই ফোনগুলো বাজারে আসেনি।


কিছুদিন আগেই আত্মপ্রকাশ করেছে Galaxy S-8 ও Galaxy S-8 plus ফোন দুটির লুক গ্রাহকদের মন জিতে নিয়েছে। অবিশ্বাস্য ফিচার্স রয়েছে এই ফোন দুটিতে। দুটি ফোনেই রয়েছে যথাক্রমে ৫.৮ ইঞ্চি ও ৬.২ ইঞ্চি স্ক্রিন। ২৯৬০x১৪৪০ পিক্সেল, রেজুলেশন এবং সুপার অ্যামোলেড প্যানেল। ইন্টারনাল মেমোরি 64 Gb। এই ফোনটি বাজারে আসলেও তা গ্রাহকদের মন জয় করবে বলেই মনে করা হচ্ছে।