মেয়ে : এই শোনো, বিয়ের পরে তুমি যৌতুক হিসেবে কী কী নেবে?
ছেলে : তেমন কিছু না। শুধু একটি জিনিস চাইবো!
মেয়ে : কী? ৩২ ইঞ্চি এলইডি টিভি?
ছেলে : না।
মেয়ে : তাহলে কী? ডিএসএলআর?
ছেলে : না, এসব কিছু না।
মেয়ে : তাহলে কী, ফ্রিজ? বড় না কি মিডিয়াম? অবশ্য আমাদের মিডিয়াম ফ্রিজ দিয়েই চলবে।
ছেলে : না না, ফ্রিজ-ট্রিজ এসব না।
মেয়ে : তাহলে নিশ্চয়ই এসি? এই শোনো, এসি কিন্তু আমার ভালো লাগে না। বেশিক্ষণ থাকলে কেমন জানি অস্বস্তি লাগে।
ছেলে : ধুর না, এসি-টেসি কিচ্ছু না।
মেয়ে : বুঝছি, বিয়ের পর দেশের বাইরে হানিমুন করার ব্যবস্থাটা যাতে আমার ফ্যামিলি করে দেয়, তাই তো?
ছেলে : ধুর না। হানিমুন-টানিমুন না।
মেয়ে : তাহলে কী?
ছেলে : বিয়ের পর তুমি কোনো হিন্দি সিরিয়াল দেখতে পারবে না।
মেয়ে : ...
ছেলে : হ্যালো, হ্যালো, এই শুনতে পাচ্ছো? হ্যালো...