ইনফিনিক্সের ৬ জিবি র‌্যামের ফোন বাজারে

মোবাইল ফোন রিভিউ November 16, 2017 2,050
ইনফিনিক্সের ৬ জিবি র‌্যামের ফোন বাজারে

হংকং ভিত্তিক হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স ৬ জিবি র‌্যামের একটি ফোন বাজারে ছাড়লো। ফোনটির মডেল ইনফিনিক্স জিরো ফাইভ। ফোনটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে।


দুইটি মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাচ্ছে। একটিতে আছে ৬৪ জিবি রম। অন্যটি ১২৮ জিবি রমের। ৬৪ জিবি ভার্সনের দাম ভারতে ১৭ হাজার ৯৯৯ রুপি। ১২৮ জিবি রম ভার্সনের মূল্য ১৯ হাজার ৯৯৯ রুপি।


মেটাল ইউনি বডির এই ফোনটিতে ৫.৯৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০*১৯২০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন।


অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ২.৬ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর রয়েছে। সঙ্গে আছে মালি টি৮৮০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।


ছবির জন্য ফোনটিতে ১৩ ও ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সমৃদ্ধ সেলফি ক্যামেরা।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ফোনটিতে ৪৩৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।