প্রশ্ন : আমার প্রশ্ন হলো, বুখারি শরীফে আমি পড়েছি, কোনো ইমাম যদি টাকার বিনিময়ে নামাজ পড়ান, তাহলে তাঁর পেছনে নামাজ পড়া হারাম। এটা কতটুকু সত্য?
উত্তর : না, এই মর্মে বুখারির কোনো হাদিস আমি পায়নি। আপনার এই বক্তব্য শুদ্ধ নয়। বুখারি শরিফে এই ধরনের কোনো বক্তব্য আছে বলে আমার জানা নেই। আপনার এই তথ্য সম্পূর্ণ ভুল।
টাকার উদ্দেশ্যে যদি কোনো ইমাম ইমামতি করে থাকেন, তাহলে তাঁর নামাজ হবে না—এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু যাঁরা মুক্তাদি আছেন, তাঁদের নামাজ হয়ে যাবে, শুধু ইমামের নামাজ হবে না।
এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। একজন ইমামের তো সংসার আছে, তাঁকে তাঁর সংসার চালাতে হবে। সুতরাং ইমাম যদি ইমামতি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এর বিনিময়ে যদি তাঁকে বেতন দেওয়া হয়, সেটি গ্রহণ করা তাঁর জন্য জায়েজ রয়েছে। এই পার্থক্যটি আমাদের বুঝতে হবে।
সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''