সিরিয়ালের সময় কথা বলবে না

স্বামী-স্ত্রী কৌতুক November 14, 2017 2,061
সিরিয়ালের সময় কথা বলবে না

স্বামী আর স্ত্রী একসঙ্গে বসে টিভিতে খেলা দেখছে-


স্ত্রী : এইটা কি আফ্রিদি?


স্বামী : না, এইটা ক্রিস গেইল, আফ্রিদি বল করতেছে।


স্ত্রী : এই দেখ, আরেকটা উইকেট পড়েছে।


স্বামী : এইটা আগের আউটের রিপ্লাই।


স্ত্রী : ওকে ফাইন, মনে হয় আজ বাংলাদেশ জিতবে।


স্বামী : এইটা ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তানের ম্যাচ।


স্ত্রী : ওহ। কত রান লাগবে জিততে?


স্বামী : ৩৬ বলে ৭২ রান।


স্ত্রী : প্রতিবলে দুই রান! তাহলে তো খুব সহজে জিতে যাবে।


স্বামী টিভিটা বন্ধ করে দিলো। স্ত্রী আবার টিভিটা অন করে প্রতিদিনের সিরিয়াল দেখতে লাগল-


স্বামী : এই মেয়েটা কে?


স্ত্রী : চুপ থাকো তো। সিরিয়াল দেখার সময় কোনো কথা বলবে না।