মাইক্রোম্যাক্সের ফোনে দুই সেলফি ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ November 13, 2017 863
মাইক্রোম্যাক্সের ফোনে দুই সেলফি ক্যামেরা

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স বেজেললেস ডিসপ্লের ফোন আনছে। এটি ক্যানভাস সিরিজের। ফোনটির মডেল ক্যানভাস ইনফিনিটি প্রো।


ফোনটি দেখতে স্যামসাংয়ের গ্যালাক্সি এস এইট ও এস এইট প্লাসের মত। এই ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।


সম্প্রতি এক ওয়েব পোর্টালে প্রকাশিত এক রিপোর্টে সেই ফোনের রিটেল প্যাকেজিং -এর ছবি ফাঁস হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে ক্যানভাস ইনফিনিটির মতো একই ডিসপ্লে থাকবে ক্যানভাস ইনফিনিটি প্রো -এর সামনে।


এছাড়াও ফাঁস হওয়া ছবিটি দেখে অনুমান ফোনটিতে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা।


ক্যানভাস ইনফিনিটি প্রোতে থাকতে পারে ৫.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে।


তবে এই ফোন সম্পর্কে এখনো পর্যন্ত কোম্পানির তরফে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে আন্দাজ করা হচ্ছে এই ফোনের পিছনে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে কিছুই এখনো নিশ্চিত ভাবে বলা সম্ভব না।


কানাঘুঁষো শোনা যাচ্ছে এই মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে ক্যানভাস ইনফিনিটি প্রো। দাম হতে পারে ভারতের বাজারে ১৫ হাজার রুপি।