আবার বিয়ে করবে?

স্বামী-স্ত্রী কৌতুক November 13, 2017 1,834
আবার বিয়ে করবে?

খুব আবেগঘন কথা হচ্ছে স্বামী-স্ত্রীর। অতি ফ্যাশন সচেতন 'দজ্জাল' স্ত্রীর এমন মোহময় আচরণে 'গোবেচারা' স্বামীটি কিছুটা হতভম্ব!


স্ত্রী: জানপাখি আমার, আমি মরে গেলে তুমি আবার বিয়ে করবে?


স্বামী: কী বলছো? আমি স্রেফ পাগল হয়ে যাবো! তুমি বলছো বিয়ে?


স্ত্রী: আহ্হা লক্ষ্মীটি, অমন করছো কেন? এটা একটা বাস্তববাদী প্রশ্ন। উত্তর সেভাবেই দাও। বলই না দেখি- আমি না থাকলে তুমি বিয়ে করবে কি না?


স্বামী: আসলে আমি তো তখন পাগল হয়ে যাবো আর পাগলে কী না করে...


স্ত্রী: গুড বয়! আই লাইক ইট। তোমার রসবোধ আছে এতদিনে বুঝলাম। তো নতুন বউকে নিয়ে কি এই ফ্ল্যাটেই থাকবে?


স্বামী: নয়া ফ্ল্যাট নিয়ে ফুজুল খরচ বাড়িয়ে লাভ কী! এখানেই থাকবে।


স্ত্রী: আমার দামি দামি গয়নাগুলো সব সে পরবে?


স্বামী: মন চাইলে পরবে; এতে আমার কী বলার আছে!


স্ত্রী: আমার হীরে বসানো অতিপ্রিয় জুতো জোড়া! ওগুলোও কি তাকে পরতে দিবে?


চোখ বুজে কিছুটা ভেবে নিয়ে স্বামী এবার বললো: না জানু, এইক্ষেত্রে একটু সমস্যা আছে!


কিছুটা খুশী হয়ে স্ত্রী: মানে! তুমি চাও না আমার খুবই পছন্দের ওই জুতো জোড়ায় আর কারও পা ঢুকুক?


স্বামী: আরে না! ওর পা তো ৬ নম্বর আর তোমার হচ্ছে ৭। হবে না...


স্ত্রী (লাফিয়ে উঠে): আমি আগেই সন্দেহ করছিলাম! এতদিনে ধরতে পারলাম তোরে! তিন তলার ওই মডেল পিঙ্কির প্রেমে পড়েছিস তুই... আজ তোর একদিন কী আমার একদিন... জুতিয়ে তোকে ক্রিকেট পিচ বানিয়ে ফেলবো...


স্বামী দৌড় শুরু করে: ওরে বাবারে, কোন ফাঁদে পড়লামরে... এইবার আমি শেষ...