কম বয়সে চুলে কলপ করা কি জায়েজ?

ইসলামিক শিক্ষা November 13, 2017 1,920
কম বয়সে চুলে কলপ করা কি জায়েজ?

প্রশ্ন : চুলে কলপ করা যাবে কি?


উত্তর : এই কলপের বিষয় সম্পর্কে আল্লাহর রাসুল (সা.) হাদিসে বলেছেন, ‘তোমরা তোমাদের বার্ধক্যকে পরিবর্তন করে ফেলবে, ইহুদিরা এই কাজটি করে না, তোমরা এটি করবে।’


অতএব, কারো চুল-দাড়ি যদি সাদা হয়ে যায়, সেগুলোকে রং করা বা মেহেদি দেওয়া, এটি মুস্তাহাব অর্থাৎ এটি ভালো কাজ।


কিন্তু নিছক নিজের বয়সকে ঢেকে রাখার জন্য অথবা এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে দাড়ি ও চুল, এগুলোকে কালো কলপ করা, অনেকেই বলেছেন এটি উচিত নয়। কেউ কেউ তো একে হারামও বলেছেন। তাই এটিকে নিষেধ করা হয়েছে।


কিন্তু যদি কারো রোগের কারণে হয়, যেমন অনেকেরই দেখা যায় অল্প বয়সে বা যুবক থাকা অবস্থায় চুল সাদা হয়ে যায়, যেটি বয়সের জন্য নয়, সে ক্ষেত্রে তাঁর জন্য এটি জায়েজ, যেহেতু এটি তাঁর একটি রোগ।


সুতরাং, চুলে রং করা যাবে। কিন্তু কালো রঙের ব্যাপারে কিছু আপত্তি আছে। কালো ছাড়া অন্য যেকোনো রং, যেমন—মেহেদি রং বা এই ধরনের কোনো রং যদি করা হয়, তাতে অসুবিধা নেই।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''