এমনিতেই বন্ধ

স্বামী-স্ত্রী কৌতুক November 12, 2017 1,404
এমনিতেই বন্ধ

অনেকদিন পর খোশমেজাজে গল্প চলছে মন্টুর মা আর বাপের। একপর্যায়ে দেখা গেল একটানা কথা বলছে মন্টুর মা।মন্টুর বাপ নিজ হাতে পানি এগিয়ে দিল স্ত্রীর দিকে।


খুশি গলায় মন্টুর মা: শুধু আমার জন্যই পান বানালে ওগো! নিজের জন্যও একটা বানাও!


মন্টুর বাপ: আমি মুখ এমনিতেই বন্ধ রাখতে পারি...