অনেকদিন পর খোশমেজাজে গল্প চলছে মন্টুর মা আর বাপের। একপর্যায়ে দেখা গেল একটানা কথা বলছে মন্টুর মা।মন্টুর বাপ নিজ হাতে পানি এগিয়ে দিল স্ত্রীর দিকে।
খুশি গলায় মন্টুর মা: শুধু আমার জন্যই পান বানালে ওগো! নিজের জন্যও একটা বানাও!
মন্টুর বাপ: আমি মুখ এমনিতেই বন্ধ রাখতে পারি...