স্যামসাংয়ের কম দামের ফোনে ইনফিনিটি ডিসপ্লে

মোবাইল ফোন রিভিউ November 12, 2017 1,130
স্যামসাংয়ের কম দামের ফোনে ইনফিনিটি ডিসপ্লে

এন্ট্রি ও মিড রেঞ্জের ফোনে ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার করছে স্যামসাং। শিগগিরই এসব ফোন বাজারে পাওয়া যাবে। ইনফিনিটি ডিসপ্লে সমৃদ্ধ ফোনগুলো হবে এ সিরিজের।


স্যামসাং জানিয়েছে, তাদের নেক্সট জেনারেশন এ সিরিজের ফোনে ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এগুলো এন্ট্রি ও মিড রেঞ্জের ফোন। এসব ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হবে ১৮:৯।


স্যামসাংয়ের গ্যালাক্সি এ ফাইভ এর ২০১৮ সালের এডিশনে মিলবে ডিসপ্লে। তবে এতে কার্ভড ডিসপ্লে প্যানেল থাকছে না।


গত বৃহস্পতিবার স্যাম মোবাইল এক প্রতিবেদনে জানিয়েছে, এতদিন স্যামসায়ের ফ্লাগশিপ ডিভাইসগুলোতেই ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার করা হতে। এখন স্যামসাং তাদের মিড রেঞ্জের ফোনের ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। এসব ফোন চলবে অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেমে।


২০১৭ সালের ফোনের বাজারে ট্রেন্ড ছিল বেজেল লেস ডিসপ্লে। যাকে বলা হচ্ছে ইনফিনিটি ডিসপ্লে। বাজারে এখন বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইনফিনিটি ডিসপ্লের ফোন বিক্রি করছে। কিন্তু এসব ফোনের দাম চড়া।