মোবাইল রিংটোন হিসেবে কোরআনের আয়াত, হাদিস বা আজান সেট করার বিধান কী?

ইসলামিক শিক্ষা November 10, 2017 2,341
মোবাইল রিংটোন হিসেবে কোরআনের আয়াত, হাদিস বা আজান সেট করার বিধান কী?

প্রশ্ন : মোবাইল রিংটোন হিসেবে কোরআনের আয়াত, হাদিস বা আজান সেট করার বিধান কী।


উত্তর : মোবাইল রিংটোনে কোরআনের আয়াত, হাদিস বা আজান সেট করা জায়েজ নেই। কেননা, রিংটোনের উদ্দেশ্য- একজন ব্যক্তি অপর ব্যক্তির সঙ্গে কথা বলতে আগ্রহী হওয়ার বিষয়টি অবগত হওয়া। এটা দরজায় হাত দিয়ে খটখট আওয়াজ করার মতো।


এই অবগতির উদ্দেশ্য হাসিলের জন্য কোরআনের আয়াত বা আজানের ধ্বনি ব্যবহার করা অসঙ্গতিপূর্ণ। রিংটোন অনেক ক্ষেত্রে বিরক্তির কারণ হয়, যা পবিত্র কোরআনের আয়াতের অপব্যবহার।


এ ছাড়া কখনও বাথরুমে বা অযাচিত স্থানে রিংটোন বেজে ওঠে, যা কোরআনের জন্য খুবই অসম্মানের কারণ হয়। এ জন্য রিংটোনে এসবের ব্যবহার থেকে বেঁচে থাকা অপরিহার্য। [মুসলিম শরিফ, হাদিস নং : ৫৭০৫; আল ইসলাম ওয়াত্তিব্বুল হাদিস, পৃষ্ঠা : ২৬৯] হ


সূত্রঃ দৈনিক যুগান্তর