জিভে পানি এসে গেল!

স্বামী-স্ত্রী কৌতুক November 7, 2017 1,667
জিভে পানি এসে গেল!

স্বামী-স্ত্রী দুজনেই অলস স্বাভাবের। ছুটির দিনে বাসায় অলস সময় কাটাচ্ছে দুজনই। স্বামী মোবাইল নিয়ে ব্যস্ত আর স্ত্রী টিভির সামনে।


স্বামী : গলা শুকিয়ে কাঠ হয়ে গেল; আমাকে এক গ্লাস পানি দাও তাড়াতাড়ি...


স্ত্রী : পনিরের সিঙ্গারা বানিয়েছি, দেব?


স্বামী: আহ! কী শোনালে- একেবারে জিভে পানি এসে গেল!


স্ত্রী: এইবার সেই পানিতে পিপাসা মেটাও। আমি সিরিয়াল ছেড়ে এখন উঠতে পারবো না...